ময়নাগুরিতে দরিদ্র পরিবারের কন্যার বিয়েতে সাহায্য করলেন সমাজ সেবক রবিউল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৯শে এপ্রিল, ২০১৮: আজ রবিবার সকাল থেকেই ময়নাগুরি ব্লকের আমগুড়ি অঞ্চলের সরকার পাড়ার শ্রী রক্ষিত সরকারের কন্যা শ্রীমতী বিশাখা সরকারের বিয়ে উপলক্ষে সমাজসেবি রবিউল ইসলাম, শ্রী সঞ্জয় আগারওয়াল সহ প্রায় ৫০ জন প্রতিবন্ধী পুরুষ ও মহিলা বিয়ে বাড়িতে সামিল হন। বিশাখার বিয়ে উপলক্ষে সকাল থেকেই বিয়ে বাড়ির ব্যস্ততা তুঙ্গে। কেউ মঞ্চ সাজাচ্ছেন, কেউ কনে সাজানোতে ব্যস্ত, কেউ আবার রান্নার কাজে ব্যস্ত। অতি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে হলেও আন্তরিকতার স্পর্শে বিয়ে বাড়ি জমজমাট। এক দিকে যখন ছেলের বাড়ি থেকে ব্যস্ত জলপাইগুড়ি মহিত নিগরের ডাঙ্গাপাড়া পাত্র তাপস বিশ্বাসের বাড়ির লোকেরা কোণেকে আশীর্বাদে ব্যস্ত ঠিক তখনই ময়নাগুড়ির একটি সমাজসেবী সংগঠনের সদস্য রবিউল ইসলাম, স্বপ্না সরকার সবুজ কে বাচানোর লক্ষ্যে মেহুগুনি গাছের চারা কোনে সহ সকলের হাতে তুলে দিয়ে আশীর্বাদ করেন তারা। তারা চান বিশাখার আগামী বৈবাহিক জীবন শান্তি এবং মঙ্গল ভাবে কাটুক এই কামনাই করেন ঈশ্বরের কাছে। এ ছাড়াও এই বিয়ে বাড়িতে আর্থিক ও বিয়ে বাড়ির দ্রব্য সামগ্রী তুলে দেন পরিবারের হাতে সমাজসেবক রবিউল ইসলাম।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)