এবার ময়নাগুরিতেও ২৯তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৯শে এপ্রিল, ২০১৮: গতকাল শনিবার ময়নাগুরি থানা ও ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্দ্যোগে সমগ্র ময়নাগুরি জুরে ২৯তম পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো। এই দিন ময়নাগুরি হাইওয়ে ট্রাফিক ওসি মোস্তফা হোসেনের উদ্দ্যোগে ময়নাগুরির টেকাটুলি তে ৩১নং জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়ি ও টোটোচালকদের লিফলেট বিলি করা হয়। এবং এই দিন ময়নাগুরি থানা ট্রাফিক ওসি ফজরুল হক ও ময়নাগুরি থানার আই.সি শ্রী নন্দু কুমার দত্ত ময়নাগুড়ি গাল্ হাই স্কুলের ছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্ল্যাকার্ড নিয়ে সমগ্র ময়নাগুরি পরিক্রমা করেন। ময়নাগুরি আই.সি শ্রী নন্দু কুমার দত্ত বলেন পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এদিনের এই আয়োজন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)