জলপাইগুড়িতে সরকারী স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার বিরুদ্ধে ডাব্লু.পি.টি.ডাব্লু.এ’র ধরনা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ২৭শে এপ্রিল, ২০১৮: গতকাল জলপাইগুড়িতে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটরস ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডাব্লু.পি.টি.ডাব্লু.এ) জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের সামনে একটি প্রতিবাদ ধরনায় অনুষ্ঠিত করে। এই ধরনা মঞ্চ থেকে ডাব্লু.পি.টি.ডাব্লু.এ রাজ্য সভাপতি শ্রী সুজয় বর্মণ সমস্ত প্রেস সংগঠনের উপস্থিতিতে বলেন যে যদি সরকারী স্কুল শিখকরা সরকারী আইনকানুন, নিয়ম নীতির তয়াক্কা না করে প্রতিনিয়ত অর্থের বিনিময়ে গৃহশিক্ষকতা করে যান তাহলে ডাব্লু.পি.টি.ডাব্লু.এ’র সদস্যরা সেই সব শিক্ষকদের ওপর নজরদাড়ি রাখতে বাধ্য হবে। এই ধরনার আয়োজন করা হয় গতকাল বেলা ১.১৫ মিনিট নাগাদ। সেই সময় ডাব্লু.পি.টি.ডাব্লু.এ’র সদস্যরা একটা স্মারকলিপি দিতে গিয়েছিলেন জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষককের কাছে। তবে প্রধান শিক্ষক সেই সময় তার নিজের কক্ষে ছিলেন না। ওনার সাথে এক জন সহকারী শিক্ষক ও স্কুল চলাকালীন স্কুল চত্তরে ছিলেন না। এর প্রতিবাদে এই ধরনায় বসেন ডাব্লু.পি.টি.ডাব্লু.এ’র সদস্যরা। এই পরিপ্রেক্ষিতে সুজয় বাবু আরও বলেন যে পশ্চিমবঙ্গ সরকার অনেক টাকা খরচ করছেন প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নতি করার লক্ষে। আর সেই উদ্যোগকে কিছু নিকৃষ্ট মানুসিকতার শিক্ষকেরা। তারা সরকারের থেকে ঠিক সময় মাইনে নিচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষাদানের থেকে বিরত থাকছেন। ডাব্লু.পি.টি.ডাব্লু.এ এর প্রতিবাদ করে যাবে লাগাতার।
ছবি ও সুত্রঃ শতদ্রু রায় (জলপাইগুড়ি)