ফালাকাটার রায়ডাক চা বাগানে চিতার হামলা, জখম ২ চা শ্রমিক
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৬শে এপ্রিল, ২০১৮: গতকাল চিতার হামলায় জখম হলেন দুই চা শ্রমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগানে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই চা বাগানের শ্রমিক মহলে। গুরুতর জখম অবস্থায় ওই দুই শ্রমিককে প্রথমে রায়ডাক চা বাগান হসপিটাল এবং পরে যশোডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাতটা নাগাদ চা বাগানের ২৫ নম্বর সেকশনে কীটনাশক স্প্রের কাজ করছিলেন বাগানে ৪০ জন শ্রমিক। সেসময় নালায় লুকিয়ে থাকা একটি চিতা আচমকাই ঝাঁপিয়ে পড়ে বাগানের শ্রমিক কিষ্ণু লোহার(২৮)-এর উপর। এই ঘটনা দেখে কিষ্ণুকে বাঁচাতে তৎপর হন তার সহকর্মী সাবিয়ানুস ধানোয়ার (২৬)। সেসময় কীটনাশক স্প্রে করার নল দিয়ে চিতা বাঘটি প্রহার করলে তার উপরেও হামলা করে চিতাটি।
চিতার হামলায় গুরুতর জখম ওই দুই শ্রমিককে প্রথমে রায়ডাক চা বাগান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চলে। এরপর বন দপ্তরের কর্মীরা জখমদের যশোডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। স্থানীয় সূত্রে খবর, চিতার হামলায় ওই দুই শ্রমিকের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। চা বাগানের শ্রমিকরা জানান, প্রায় মাস খানেক আগেও চিতার হামলার ঘটনা ঘটেছিল ওই বাগানে। এদিনে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা প্রদীপ বাউড়ি। তিনি জানান, বুধবার সকালে রায়ডাক চা বাগানে চিতার হানায় দুজন আহত হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে তাদের চিকিৎসা করানো হচ্ছে। আহতদের এর থেকে ভালো চিকিৎসার প্রয়োজন হলে তার ব্যবস্থাও করা হবে। সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)