কুচবিহারে ট্রাফিক ও.সির বিরুদ্ধে সিভিক ভলেন্টিয়ারদের ওপর নির্যাতনের অভিযোগ
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৪শে এপ্রিল, ২০১৮: রোদে জলে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা প্রতিনিয়ত শহরের ট্রাফিক ব্যবস্থা কে সচল রেখেছে, সেই সিভিক ভলেন্টিয়ারদের ওপর বারবার মানুষিক নির্যাতন চালানোর অভিযোগ উঠলো কুচবিহারের ট্রাফিক ওসি শ্রী রাহুল তালুকদারের বিরুদ্ধে। অভিযোগ গত সোমবার সদর ট্রাফিকের উদ্যোগে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার রক্ত দান করেন, কিন্তু যারা রক্ত দান করেননি তাদের উপর মানুষিক নির্যাতন চালান বলে ওসি রাহুল তালুকদারের বিরুদ্ধে অভিযোগ।
এই দিন কাজে যোগদান করলেও বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার কে তিনি অনপস্থিত দেখান। আর তাতেই ক্ষিপ্ত সিভিক ভলেন্টিয়ারা আজ শহরের ট্রাফিক পোষ্টগুলো খালি রেখে পুলিশ সুপারের দপ্তরের সামনে জড়ো হন। সদর ট্রাফিক ওসি রাহুল তালুকদারের বিরুদ্ধে গত দুর্গা পুজোতেও এক সিভিক ভলেন্টিয়ারের গালে চর মারার অভিযোগ ওঠে। সে দিনো পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সিভিক ভলেন্টিয়ারা। এ ব্যপারে সদর ওসি ট্রাফিক রাহুল তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)