মালবাজারে হাতির হানায় মৃত্যু হল এক চা শ্রমিকের
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ২২শে এপ্রিল, ২০১৮: আজ ফের হাতির হানায় চা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল মহকুমার ধুমসিগাড়া এলাকায়। মৃত শ্রমিকের নাম অমিত মুন্ডা (৫১)। গত ১৫ দিনে এই এলাকায় ৩ জনের মৃত্যু হল হাতির হানায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার গভির রাতে অমিত মুন্ডা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশেই গিয়েছিলেন। সেই সময় গ্রামের মধ্যে ঢুকে পড়ে একটি বিরাট দাতাল হাতি। হাতির সামনে পড়লে তাকে শুড়ে তুলে আছার মাড়ে। পা দিয়ে মাথাও থেতলে দেয় হাতিটি। অমিত মুন্ডাকে মারার পর চিৎকার শুরু করে হাতি টি।
এরপর গ্রামের মানুষজন ঘর থেকে বের হয়ে দেখে হাতিটি ওই চা শ্রমিক কে মেরে আবার তারঘেরা জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এরপর ঘটনা স্থলে আসে তারঘেরা বন দপ্তর। বন দপ্তরকে ঘিরে বিক্ষোভ দেখায় চা শ্রমিকেরা। মৃতদেহ আটকে রাখে গ্রামের মানুষ। শ্রমিকদের অভিযোগ এই সময় বন দপ্তর জানায় এটা তাদের এলাকা নয়। বেলাকোবার মধ্যে পরে। এই নিয়ে গ্রামবাসিদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। ক্ষতিপুরন এবং পরিবারের এক জন কে কাজের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি বন দপ্তর দেওয়ার পর মালবাজার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।এলাকার মানুষদের অভিযোগ। গত ১৫ দিনে ৩ জনের মৃত্যু হল এই এলাকায় অথচ নির্বিকার বন দপ্তর। তারঘেরা রেঞ্জার দুলাল ঘোষ জানিয়েছেন, আমাদের টহল দারি প্রতিদিনই চলে। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতি পুরন পাবে মৃতের পরিবার।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)