মেটেলিতে জঙ্গলী মাশরুম খেয়ে মৃত তিন, গুরুতর দুই
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেটেলি ২২শে এপ্রিল, ২০১৮: জঙ্গল থেকে মাশরুম এনে বাড়িতে রান্না করে খেয়ে মৃত্যু হল তিন জনের, গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন দুই জন। মাশরুম খেয়ে মৃত্যু হয়ে বাড়ির পোষা বিড়ালের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের কালিংপং জেলা লাগোয় সামসিং কম্পাউন্ড বনবস্তী এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায় গত বুধবার স্থানীয় খালি ভুজেল নামের এক যুবক বন থেকে একরকম মাশরুম সংগ্রহ করে আনে।সেই মাশরুম রান্না করে আশেপাশের প্রতিবেশিদের নিয়ে রাতে খাওয়াদাওয়া করে। এরপর বৃহস্পতিবার থেকে আচমকা অসুস্থ হয়ে পড়ে এলাকার শ্যাম রাই (৬৩) ও আশামায়া রাই (৬০)। এরপর অসুস্থ হয়ে পড়ে খালি ভুজেল (২৬), চেতন রাই(৩২) ও অমিত রাই (২৪)। শুরু হয়। দ্রুত তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। মাল সুপার স্পেশালিটি হাসপাতালেই মৃত্যু ঘটে শ্যাম রাইয়ের। বাকিদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাস্পাতালে স্থানান্তর করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আশামায়া রাই, অনিত রাই, এবং চেতন রাইকে শিলিগুড়িরর এক নার্শিংহোমে ভর্তি করা হয়।খালি ভুজেলকে উত্তর বংগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার বিকালে নার্শিংহোমে মৃত্যু হয় আশামায়া রাইয়ের।শনিবার উত্তর বংগ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় খালি ভিজেলের। এখনো পর্যন্ত চেতন রাই ও অমিত রাই শিলিগুড়ির নার্শিংহোমে চিকিৎসাধীন।
ছবিঃ সংবাদ চিত্র