ময়নাগুরি শিরনাম, এবার অভিযোগ ভুয়ো শংসাপত্র যুক্ত জেলা পরিষদ প্রার্থী

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৭ই এপ্রিল, ২০১৮: এবার ভুয়ো শংসাপত্র ব্যবহার করার অভিযোগ উঠলো ময়নাগুরির জেলা পরিষদের প্রার্থী শ্রীমতী উমা সরকারের বিরুদ্ধে। গত ২রা এপ্রিল থেকে শুরু হয়েছিলো মনোনয়ন পত্র জমা দেবার পালা, এপ্রিলের ৩ তারিখ তপশালি ভুক্ত হওয়ার শংসাপত্র পেয়েছিলো উমা সরকার। উল্লেক্ষ্য শ্রীমতী উমা সরকার ময়নাগুরি ৪নং আসনে জেলাপরিষদে প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন শংসাপত্র বের হবার পর।এই আসনটি আগে সাধারন প্রার্থী এর জন্য সংরক্ষণ থাকলেও এবার এটা তপশিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষীত। ভুয়ো শংসাপত্র বিষয়টি নিয়ে গত ৫ তারিখ ময়নাগুরি বিডিও এর কাছে একটি অভিযোগ জমা পড়ে। এরপর ১৩ই এপ্রিল ময়নাগুরি টেকাটুলি নিবাসি শ্রী সৈলেন রায় আর.টি.আই করেন। এই দিন (মঙ্গলবার) ময়নাগুরি বিডিও মারফত শ্রী সৈলেন রায় কে প্রশাসনিক ভাবে সমস্ত নথি দেওয়া হয়। অভিযোগকারীর বক্তব্য শ্রীমতী উমা সরকার তপশিলি জাতিভুক্ত নন তিনি সাধারন জাতিভুক্ত। তিনি যে সব স্কুল, কলেজে পরেছেন সেখান থেকে নথি সংগ্রহ করা হয়েছে, তার পরিবারের কেউ তপশিলি জাতিভুক্ত নয় তা অভিযোগকারীর দাবি। টেকাটুলি নিবাসি কেপিপি পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য শ্রী সুকুমার রায় বলেন বিডিও অফিস থেকে যে নথিগুলি আমরা পেয়েছি তা থেকে স্পষ্টত শ্রীমতী উমা সরকার তপশিলি জাতিভুক্ত না। আমরা এর সুবিচার চাই।  ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ বলেন প্রাথমিক তদন্ত করে যা বোঝা যাচ্ছে শ্রীমতী উমা সরকার তপশিলি জাতিভুক্ত নন। অপর দিকে শ্রীমতী উমা সরকার বলেন আমার শংসাপত্র ভুয়ো নয়। আমরা নমশূদ্র তাই বের করেছি।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!