কাঠুয়া গনধর্ষন কান্ডের প্রতিবাদে ময়নাগুরিতে ছাত্রছাত্রীদের মৌন মিছিল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুরি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৬ই এপ্রিল, ২০১৮: আজ সোমবার কাঠুয়া গনধর্ষন কান্ডের প্রতিবাদে পথে নামলো ময়নাগুরির ছাত্র সমাজ। এদিন ময়নাগুরিতে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা মৌন মিছিল করে সমগ্র ময়নাগুরি পরিক্রমা করে। মিছিলটি ময়নাগুরি গার্লস স্কুলের সামনের থাকে শুরু হয়ে দুর্গাবাড়ি মোড়, পোষ্ট অফিস মোড় হয়ে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহনকারিরা মুখে কালো কাপড় বেধে প্রতিবাদে শামিল হন। মিছিল থেকে এই ধর্ষন কান্ডের সাথে যারা জরিত তাদের দৃষ্টান্ত মুলক শাস্থির দাবি জানানো হয়। এদিনের মিছিলে যুব সমাজের উপস্থিতি ছিল যথেষ্ট।
অন্দোলনকারিরা বলেন, শুধুমাত্র কাঠুয়ার সেই আট বছরের ওই নির্যাতিতা শিশুটি নয়। প্রতি মুহুর্তে বিভিন্ন স্থানে মহিলারা নির্যাতিত হচ্ছেন। নারী নিগ্রহের ঘটনাও দিনকে দিন বেড়েই চলেছে, তাই মহিলাদের নিরাপত্তার দাবিও জানানো হয়েছে এই মিছিল থেকে। মিছিলে অংশগ্রহণকারী একজন ছাত্রী বলেন “শুধু আসিফা কেনো, আসিফার মত প্রতিদিনই ধর্ষনের ঘটনা ঘটেই চলেছে। তাই প্রত্যেককে এর বিরুদ্ধে এগিয়ে আসতে হবে”। মেয়েদের কোন নিরাপত্তা দেখা যাচ্ছে না বলে তিনি জানান।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)