ইসলামপুর হাসপাতাল ক্যাম্পাসেই রক্তদান শিবির আয়োজিত হল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৬ই এপ্রিল, ২০১৮: চারিদিকে ভোটের আমেজ। তীব্র দাবদাহের উপর ভোটের গরম। এই সময় না কোনো স্বেচ্ছাসেবী সংস্থা না কোনো রাজনৈতিক দল কোনো কেউই রক্তদানের বিষয়ে এগিয়ে না আসায় ইসলামপুর মহকুমা হাসপাতালের রক্ত সংকট মেটাতে যৌথ ভাবে এগিয়ে এলো দুই স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড ডোনার অর্গানাইজেশন ও দারুস সালাম প্যাট্রিওটিক ট্রাস্ট। রক্তদান শিবির করার খরচ ওঠাতে না পেরে ইসলামপুর মহকুমা হাসপাতাল সুপারের নির্দেশে হাসপাতাল ক্যাম্পাসেই শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে মোট ৩৪ জন রক্তদাতা রক্তদান করেন। ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কর্মীদের সহযোগিতায় এদিনের রক্তদান শিবির পরিচালিত হয়। এদিনের শিবিরের অধিকাংশ রক্তদাতাই ইসলামপুর শহর থেকে ৩৫ কিমি দূর চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে এসে রক্তদান করেন। দুই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে শুভজিৎ চৌধুরী ও এহেশান হাবিব বলেন, আগামীতেও যে কোনো রকমের রক্তের সংকট মেটাতে আমরা তৈরি আছি। ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার নারায়ণ মিদ্যা বলেন, বাইরে শিবির করা অনেক খরচ সাপেক্ষ, আর এই সময় কেউই রক্তদানে আগ্রহ দেখায় না, তাই রক্ত সংকট দেখা দেয়। স্বেচ্ছাসেবী সংগঠনের আবেদনে আমি হাসপাতাল ক্যাম্পাসেই শিবিরের অনুমতি দিই।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)