সিরিয়ায় মার্কিন হামলায় বাংলা নববর্ষের প্রাক্বালে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই দামাস্কাস ১৫ই এপ্রিল, ২০১৮: বাংলা নব বর্ষের প্রাক্বালে বিশ্বে আলোড়ন সৃষ্টি করে রাশিয়ার সরকারী সংবাদ মাধ্যমে রাশিয়ার নাগরিকদের বলা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সামনে এসেছে। এও বলা হয়েছে যে তারা যেন নির্দিষ্ট বাঙ্কারে খাবার ও আয়োডিন করে রাখে যুদ্ধকালিন পরিস্থিতির জন্যে। বিশেষজ্ঞরা মনে করছে সিরিয়ার রাজধানী দামাস্কাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ বিমান হামলার কড়া জবাব দিল রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ এনেছে। গতকালের বিমান হামলার সপক্ষে আমেরিকা জানিয়েছে রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করার জন্যই বিমান হানা হয়েছে। যৌথ বাহিনী দারা কম পক্ষে ১০০টি ক্ষেপণাস্ত্র হানা হয়েছে দামাস্কাসে। এর পড়েই বিমান হানার তীব্র নিন্দা করেছে রাশিয়া। এই হানার বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব পেশ করে রাশিয়া। এবার লক্ষ তৃতীয় বিশ্ব যুদ্ধ কি সত্যি আসন্ন।