এবার মেখলীগঞ্জ পঞ্চায়েত ভোট প্রচারে নামল এস.ইউ.সি.আই প্রাথী
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৪ই এপ্রিল, ২০১৮: মনোনয়ন পত্র পর্বের উত্তাল এবং গরম অবস্থা কিছুটা শান্ত হতেই এবার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল গুলির সাথে মাঠে নামলেন এস.ইউ.সি.আই (কমিউনিস্ট)৷ রাজ্যের ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মেখলীগঞ্জ পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের দুই নং আসনের জেলা এস.ইউ.সি.আই প্রাথী হন শ্রীমতী প্রতিমা রায় অধিকারী৷ রাজ্যের অনান্য কয়েকটি বিরোধী দলের মত প্রত্যকে আসনে প্রার্থী দিতে না পারলেও জেলার মেখলীগঞ্জে দুই নং আসনের জেলা পরিষদের প্রার্থী দারা করিয়েছেন মেখলীগঞ্জ এস.ইউ.সি.আই শিবির৷ আজ মেখলীগঞ্জের কুচলিবাড়ি এবং ডাঙ্গারহাট এলাকায় এক শ্রীমতী প্রতিমা রায় অধিকারীর সমর্থনে বিশাল মিছিল বের হয়৷ মিছিলে পা মেলান কয়েকশত মানুষ৷ এরপর একটি কর্মী সভার মধ্যমে বক্তব্য রেখে মানুষের কাছে ভোট চাইতে বেরিয়ে পড়েন প্রাথী শ্রীমতী প্রতিমা রায় অধিকারী৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা মেখলীগঞ্জের পঞ্চায়েত লড়াইয়ে তেমন ভূমিকা এস.ইউ.সি.আই সমর্থনে না থাকলেও এবারের অনেক ভোট সোয়াপ হবে,যাঁর জেরে এস.ইউ.সি.আই প্রাথীদের ঝুলিতে যেতে পারে ব্যাপক সংখ্যক ভোট, যদিও মূল লড়াইয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এর প্রতিপক্ষ বিজেপি এবং বামফ্রন্ট মেখলীগঞ্জ রাজনৈতিক আকাশে৷ আজকের এই প্রচার সভার মধ্যেই মেখলীগঞ্জ এস.ইউ.সি.আই এর সাধারণ সম্পাদক শ্রী হিতেন বর্মণ জানহর “আসন্ন পঞ্চায়েত ভোটে আমাদের প্রাথী এবার বহু সংখ্যক ভোট পাবে”৷ মেখলিগঞ্জ এস.ইউ.সি.আই এর লোকাল কমিটির সদেস্য শ্রী রঞ্জিত রায় জানান “এবারে আমরা মনোনীত প্রাথীর সমর্থনে ব্যাপক প্রচার করছি, মানুষ এগিয়ে আসছে”৷
ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)