সারা রাজ্যের থেকে অন্যথা হয়ে মেখলীগঞ্জে বামফ্রন্টের বনধে সারা মিলেছে আজকে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৩ই এপ্রিল, ২০১৮: সারা রাজ্য জুড়ে বামফ্রন্টের ডাকা বনধের চিত্রে অন্যথা হয়ে গেল মেখলীগঞ্জে। আজকের বনধে সাড়া পড়ল কুচবিহার জেলার মেখলীগঞ্জে৷ সকাল থেকে দোকান পাট ছিল বন্ধ। গাড়িঘোড়া রাস্তায় নামলেও প্যাসেঞ্জার না থাকায় মেখলীগঞ্জ বাস স্ট্যান্ডেই দাড়িয়ে রইলো। রাস্তা ঘাটে মানুষের উপস্থিতি স্বাভাবিক দিনের তুলনায় ছিল অনেক কম। যদিও সকাল ১০ টার পর পরিস্থিতি স্বাভাবিক দিনের মতো হতে শুরু করে ধীরে ধীরে। এরপর দোকানপাট খুলতে থাকে। অনেক সরকারী দপ্তর, বিদ্যালয়ের গেট এদিন ভোর থাকতেই খুলে দেওয়া হয়।
বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। মেখলীগঞ্জ তথা কুচবিহারে বামফ্রন্টের নেতা শ্রী পরেশ চন্দ্র অধিকারী জানান যে বামফ্রন্টের পক্ষ থেকে আজ সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত যে বনধের ডাক দেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষ মেখলীগঞ্জে ব্যাপক সাড়া দিয়েছে ফলে বামফ্রন্টের ডাকা বনধ মেখলীগঞ্জে সর্বাত্মক হয়েছে। অন্য দিকে, মেখলীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক তথা কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক শ্রী লক্ষীকান্ত সরকার এবং যুগ্ম কনভেনর শ্রী উদয় রায় জানান যে বিরোধীদের ডাকা বনধ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একই সাথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, নিরাপত্তার জন্য তৈরী ছিল মেখলীগঞ্জ থানার পুলিশ।
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)