উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক), পলিটেকনিক ও ভোকেশানাল এনট্রান্সের নতুন সুচি প্রকাশ
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১১ই এপ্রিল, ২০১৮: পঞ্চায়েত ভোটের কারনে পিছিয়ে যাওয়া উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক বিভাগ), জেক্সপো এবং ভোকলেট প্রবেশিকা পরীক্ষার নতুন সময় সূচী জারি হল। আগামী ১৬ তারিখ থেকে শুরু হতে চলা কারিগরি শিক্ষা দফতরের অধিন দ্বাদশী শ্রেনীর উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক বিভাগ) ও একাদশ শ্রেনীর পরীক্ষা পঞ্চায়েত ভোটের কারনে স্থগিত করা হয়েছিল। আজ ১১ই এপ্রিল “পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ” এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচী জারি করল।
আরো পড়ুন: উচ্চ মাধ্যমিক (বৃত্তিমূলক) পরীক্ষা স্থগিত হয়ে গেল, পড়ুয়াদের বছর নষ্ট হওয়ার আশঙ্কা
রাজ্যের ভোট পর্ব মেটার পর আগামী ১১ই মে থেকে উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক বিভাগ) এর পরীক্ষা শুরু হবে। এরই সাথে পঞ্চায়েত ভোট এর কারনেই পিছিয়ে গেল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও পলেটেকনিক কলেজে গুলিতে ভর্তীর প্রবেশিকা পরীক্ষা জেক্সপো এবং ভোকলেট। নতুন সময়সূচী অনুযায়ী আগামী আগামী ২০শে মে JEXPO 2018 এবং ২৭শে মে VOCLET 2018 প্রবেশিকা পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।
ছবিঃ অঙ্কিতা সেন (টি.এন.আই)