মেখলীগঞ্জে বি.জে.পি – টি.এম.সি’র কড়া টক্কেরর ইঙ্গিত এই পঞ্চায়েত ভোটে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৯ই এপ্রিল, ২০১৮: রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের অস্থির মাটি, রক্ত আর বাতাসে মারমুখী লড়াই, মনোনয়ন জমা ঘিরে ঠিক যখন রাজ্যের শাসক দল তৃণমূল নিজের মাঠ পরিষ্কার করার জন্য মরিয়া, পাল্টা বিরোধী শিবিরও পিছিয়ে নেই৷ কুচবিহার জেলার মেখলীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হচ্ছে মনোনয়ন জমার কাজ৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নরমপন্থী মনোভাব রেখেই চলছে এবং চলবে এমনই তথ্য জানা গেছে। অন্য দিকে, বিরোধী শিবির বি.জে.পি, বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃত্বে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমার পর্ব কাজ চলেছে বলে দাবি করেন৷ ত্রিস্তর এই পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় রাজ্যের অনান্য জায়গার থেকে মেখলীগঞ্জের মাটি ও বাতাসে অনেকটাই শান্ত আবহাওয়া বিরাজ করছে৷ সূত্রের খবর, মেখলীগঞ্জের তৃণমূল শিবিরে পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা এবং কার্যকরী কমিটির মডেলে দুই প্রভাবশালী নেতা শ্রী উদয় রায় এবং শ্রী লক্ষীকান্ত সরকার, এই দুজনকে মেখলীগঞ্জের দায়িত্বে দেয়া হয়। মেখলীগঞ্জ তৃণমূল শিবিরকে বিশেষভাবে নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক দায়িত্ব দেয়া হয় বনমন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মণ এবং এম.এল.এ শ্রী উদয়ন গুহকে, যা নিয়ে একাধিকবার কুচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ উচ্চ পর্যায়ের নেতাদের উপস্থিতিতে মেখলীগঞ্জের কমিটির নূতন ভাবে রূপায়ন করা হয়। সূত্রের খবর, গোষ্টী কোন্দল রুখতে এই পদক্ষেপ করা হয় এই উচ্চপর্যায়ের আলোচনা সভায়৷ জানা যায়, এই উচ্চ পর্যায় সভায় দলের মধ্যেই মত পার্থক্য থাকলেও উচচপর্যায়ের আলোচনাসভার খসড়া মেখলীগঞ্জের কোন নেতাই উপেক্ষা করতে পারবেন না। এমনকি দলের কাজে গাফিলতি থাকলে দল থেকে বহিষ্কার করারও নির্দেশ ছিলো৷ কোর কমিটির খসড়া হাতে পেয়েই মাঠে নেমেছেন মেখলীগঞ্জ তৃণমূল শিবির। দফায় দফায় হয় দলীয় সভা৷ পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই মাঠে নেমে পরেন তৃণমূল শিবির৷ মেখলীগঞ্জের তৃণমূল কংগ্রেস কোর কমিটির কনভেনর তথা লড়াকু নেতা শ্রী উদয় রায় জানান মা মাটি মানুষের সরকার প্রত্যন্ত গ্রাম থেকে শহর উন্নয়ন এর উচচ পর্যায়ে পৌঁছে দিচ্ছে৷ তিনি জানান “মেখলীগঞ্জে আমরা শান্তিপূর্ণ ভাবে প্রার্থীর মনোনয়ন জমা দিচ্ছি। একই সাথে বিরোধীরাও শান্তিপূর্ণভাবেই জমা করছেন মনোনয়ন পত্র৷ উদয় বাবু জানান “এবারের পঞ্চায়েত ভোটে মেখলীগঞ্জ তৃণমূল কংগ্রেস শিবির প্রত্যকেটি আসনই জয়ী হবে বলেই আশাবাদী মেখলীগঞ্জ তৃণমূল শিবির”৷ এবারের জেলা পরিষদ পদে দুটি আসনের প্রার্থী শ্রীমতী প্রতিমা দেব এবং শ্রীমতী ফুলতি রায় বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি জানান। পঞ্চায়েতের সব কয়টি আসনই তৃনমূলের ঝুলিতে আসবে এমনটাও জানান৷ অন্যদিকে, বি.জে.পি নেতা শ্রী দধিরাম রায় জানান “এবারের মেখলীগঞ্জ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছেড়ে যেভাবে মানুষ বি.জে.পি দলে যোগ দিচ্ছে, এতে ভাল ফলাফলই দেখা যাবে, এই আসা রাখছি। এবার মানুষ সচেতন হয়েছে”৷ তিনি জানান “মেখলীগঞ্জের মানুষ আমাদের সাথে আছে, তৃণমূল ছেড়ে ছুটে আসছে। আমরা প্রত্যকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, ও জেলা পরিষদ পদে জয়ী হব, এটা নিশ্চিত”৷ আজ মেখলিগঞ্জে বি.ডি.ও অফিসে মনোনয়ন জমার সময় কড়া পুলিশি ব্যবস্থার মধ্যে দিয়ে সমাপ্ত হয় মনোনয়ন পত্র জমার কাজ৷
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)