ফালাকাটায় চলছে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েতের মনোনয়ন পেশের কাজ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৬ই এপ্রিল, ২০১৮: চলতি মাসেই প্রথম সপ্তাহ থেকেই পঞ্চায়েত ভোটের ভোটের দামামা বেজে গেছে। শুরু হয়েছে প্রার্থী মনোনয়ন পেশ। এর মধ্যেই জেলা প্রশাসন প্রার্থী মনোনয়ন পেশের তালিকা সামনে আনল। এদিনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক জানান, এখনও পর্যন্ত ফালাকাটা ব্লকের জেলা পরিষদের আসনে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়েছেন। অন্য দিকে পঞ্চায়েত সমিতিতে মনোনয়নপত্র জমা দেয়েছে ৪২টি। তৃণমূলের পক্ষ থেকে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে, বিজেপির পক্ষ থেকে ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে, কংগ্রেসের পক্ষ থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে, সিপিআইএমর পক্ষ থেকে ১২টি মনোনয়নপত্র জমা পড়েছে, আরএসপি পক্ষ থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে, নির্দলীয়র পক্ষ থেকে ২টি মনোনয়নপত্র জমা পড়েছে। গ্রাম পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৭৭টি। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ১২৬টি, বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ১৬২টি, সিপিআইএম এর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ৬২টি, সিপিআই পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ১টি, কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ৫টি, আরএসপি’র পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ১১টি এবং নির্দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ১০টি। এই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে ফালাকাটা ব্লকের কোনও গণ্ডগোলের খবর নেই শান্তিপূর্ণভাবেই হয়েছে এই কয়দিনের মনোনয়নপত্র পেশ প্রক্রিয়া। এই মনোনয়নপত্র পেশকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে ফালাকাটা ব্লক অফিস জুড়ে।
ছবিঃ অরুণাংশু মৈত্র (টি.এন.আই)