ময়নাগুরিতে ফুটফুটে শিশুকে পিষে দিল পেয়াজ বোঝাই ট্রাক
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুড়ি ৫ই এপ্রিল, ২০১৮: আজ বৃহস্পতিবার ময়নাগুড়ি রোডে সকাল দশটা নাগাদ ময়নাগুড়ি উল্লাডাবরিতে ৩১নং জাতীয় সড়কে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি আসা পেয়াজ বোঝাই একটি লড়ির চাকায় চাপা পড়ে গুরুত্বর আহত হয় এক ৪ বছরের ফুটফুটে শিশু, নাম নিকিত রায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রাস্তা পার হওয়ার সময় এই বিপত্তি ঘটে। ময়নাগুড়ির বার্নিস অঞ্চলে শিশুটির বাড়ি বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় বাচ্চাটির মাথা থেতলে গিয়েছে। অবস্থা বেগতিক হওয়ায় আহত বাচ্চাটিকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এলাক্য ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে ময়নাগুরি থানার পুলিশ। দুর্ঘটনায় ময়নাগুরি থেকে শিলিগুড়িগামী জাতীয় সড়ক কিছুক্ষনের জন্য জ্যাম লাগে জায়।পরে ময়নাগুরি পুলিশ এসে রাস্তাজ্যাম মুক্ত করে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)