ফালাকাটায় দমকা হাওয়াও দমাতে পারেনি মনোনয়ন পেশের হাওয়া
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৫ই এপ্রিল, ২০১৮: সকালে প্রচণ্ড দমকা হাওয়ায় ব্যাহত হল ফালাকাটার জনজীবন। বন্ধ হয়ে গেছিল রাস্তাঘাট গাড়ি চলাচল ব্যবস্থা। আচমকা প্রচণ্ড ঝড়ো হাওয়ায় রাস্তার উপর ভেঙে পড়ে গাছপালা বন্ধ হয়ে যায় বৈদ্যুতিক পরিষেবা রাস্তায় দুধারে দাঁড়িয়ে যায় যানবাহন বন্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা। ঝড়ের পর বন্ধ হয়ে থাকে কিছুখনের জন্য বৈদ্যুতিক পরিষেবা, জনজীবন ব্যাহত হয়। ক্ষয়ক্ষতি হয় প্রচুর পরিমাণ ফসলের তবে হতাহতের কোনও খবর নেই। তবে এক দিকে প্রচণ্ড ঝড় আর অপর দিকে চলছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র পেশ।
ঝড়ের মধ্যে যতই জনজীবন ব্যাহত হোক কিন্তু মনোনয়নপত্র পেশের কোনও ব্যাঘাত ঘটেনি। যেমন ছিল নির্বাচনের প্রার্থীর সমাগম, ঠিক তেমনি ছিল ব্লক অফিসে প্রার্থী প্রস্তাবকদের আনাগোনা। সব মিলিয়ে প্রকৃতি দেবতা যতই হাওয়া চালিয়েছে, কোন ভাবেই নির্বাচনী হাওয়া কে খ্রান্ত রাখা যায়নি ফালাকাটায়। শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ফালাকাটার মনোনয়নপত্র পেশ। ফালাকাটার ব্লক অফিসে সকল রাজনৈতিক দলের নেতা এবং প্রার্থীরা এসে শান্তিপূর্ণ ভাবেই তাঁদের মনোনয়নপত্র পেশ করেছেন বলেই খবর আসে।
ছবিঃ অরুণাংশু মৈত্র (টি.এন.আই)