ফালাকাটা বিডিও অফিসে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রশাসনিক বৈঠক হল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২রা এপ্রিল, ২০১৮: দিন ঘোষণা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের। এবার সব মহলেই শুরু হয়েছে তোড়জোড়। রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনিক মহল। রাজনৈতিক দলগুলি যেমন তাদের প্রার্থী নিয়ে শুরু করেছে আলোচনা তেমনই প্রশাসনিক মহলেও শুরু হয়েছে আলোচনা, কী ভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করা যায় তার জন্য চলছে জোর প্রস্তুতি। প্রশাসনের এই প্রস্তুতি নিয়ে আজ ফালাকাটা বিডিও অফিসের হলঘরে ব্লকের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও ব্লকের কর্মীদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে আলোচনা হল যাতে সকল রাজনৈতিক দল ও প্রশাসন সকলেই নির্বাচনী আচরণ বিধি মেনে চলে। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও শ্রীমতী স্মিতা সুব্বা, ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গরমের সহ প্রশাসনিক কর্তারা।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)