অবৈধ কাঠ পাচার চক্রে মেখলীগঞ্জ পুলিশের থাবা, প্রশ্ন পুলিশের ভুমিকায়
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১লা এপ্রিল, ২০১৮: গত শুক্রবার রাত ৭টা নাগাদ কুচবিহার জেলার মেখলীগঞ্জ থানার পুলিশ অবৈধ এক কাঠ পাচারকারী ট্রাক আটক করে৷ পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থানের ওই ট্রাকটি উত্তর প্রদেশ থেকে অবৈধ ভাবে কাঠ নিয়ে আসছে কুচবিহার জেলার মেখলীগঞ্জের ধূলিয়াহাট সংলগ্ন একটি কাঠ চেরাই কলে৷ পুলিশের গোয়েন্দা সূত্রে এই অবৈধ কাঠ ভর্তি ট্রাকটির খবর্রত। হঠাৎ অতর্কিত রেইড চালিয়ে পুলিশ ওই কাঠ চেরাই কলের পাশ থেকে উদ্ধার করে ট্রাকটি৷ জানা যায়, টানা কয়েক বছর ধরেই অবৈধ ভাবে চলছে এই কাঠ পাচার, এবার সেই চক্রে হানা দিলো পুলিশ৷
অন্যদিকে, মেখলীগঞ্জের জামালদহের ফরেস্ট বিট অফিসার শ্রী সুদীপ্ত তালুকদার জানিয়ে ছেন পুলিশ ট্রাকটিকে আটক করে, এর বেশি আমাদের তেমন কিছূ বলার নেই৷ কিভাবে থানার ওসি শ্রী অজিত কুমার শা জানান “অবৈধ কাঠ বোঝাই ট্রাকটিকে আমরা গত কাল রাতে ধূলিয়াহাট এলাকায় একটি কাঠ চেরাই কলের পাশ থেকে উদ্ধার করা হয়৷ তবে এখন প্রশ্ন হল টানা কয়েক বছর অবৈধ ভাবে এই পাচার চলছে কিভাবে? পুলিশের চোঁখে ধুলো দিয়ে পাচারকরাই বা কিভাবে এই কাঠ চেরাই করছে ধূলিয়াহাট এলাকার কলটিতে?
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)