ময়নাগুরির মৃত বিজেপি কর্মীর সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল বিজেপি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৩১শে মার্চ ২০১৮: কয়েকদিন আগে ময়নাগুরি ব্যঙ্কান্দি নিবাসি শ্রী ক্ষীরোদ রায়, যিনি বিজেপির কাজে বর্ধমানে নিযুক্ত ছিলেন সেখানে তার মৃত্যু ঘটে। শনিবার ময়নাগুরির ব্যঙ্কান্দিতে মৃত ক্ষীরোদ রায়ের পরিবারের সাথে দেখা করতে আসেন বিজেপির কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক শ্রী রাহুল সিনহা। তার সাথে ছিলেন বিজেপি নেতা শ্রী দিপ্তীমান সেনগুপ্ত ও শ্রী অনুপ পাল। শ্রী রাহুল সিনহা মৃত ক্ষীরোদ রায়ের স্ত্রীর ও সন্তান্দের সাথে কথা বলেন। শ্রী ক্ষীরোদ রায়ের দুই সন্তানের পড়াশুনোর সমস্ত দ্বায়িত্ত্ব দলের তরফ থেকে নেবার কথা ঘোষনা করেন। এরপর ক্ষীরোদ রায়ের পথিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। রাহুল সিনহা জানান ট্রেন থেকে পরে মৃত্যু হয়েছে ক্ষীরোদ রায়ের। তিনি মৃত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন যা ঘটেছে তার ভাগ্যচক্র ও ইশ্বরের ব্যপার তাই কারো করার কিছু নেই। তিনি বলেন পরিবারটি যাতে অসহায় না হয়ে পড়ে তার জন্য দল সবসময় তাদের পরিবারের পাশে থাকবে এবং স্থানীয় লোকজন তাদের পরিবারের পাশে আছে বলে তিনি জানান। ভারতীয় জনতা পার্টি ক্ষীরোদ রায়ের পাশে আছে, এই কথা জানানোর জন্যই তিনি আজ ক্ষীরোদ রায়ের বাড়ি এসেছেন বলেও জানান রাহুল সিনহা।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)