আলিপুরদুয়ারে আসানসোল নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবী জানালো বিজেপির রাহুল সিনহা
অরুনাংশু মৈত্র (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই আলিপুরদুয়ার ৩০শে মার্চ ২০১৮: শুক্রবার আলিপুরদুয়ার জেলায় কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে আসানসোলের ঘটনা নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি তুললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক শ্রী রাহুল সিনহা। তিনি আর বলেন, রাজ্যপালকেও আসানসোলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আসানসোল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করে রাহুলবাবু বলেন, পঞ্চায়েত নির্বাচনের সব কিছুই ঠিক করছে রাজ্য সরকার। তাহলে রাজ্য নির্বাচন কমিশনের কী প্রয়োজন? রাম নবমী নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহা বলেন, তৃণমূলের শেষের শুরু হয়েছে। তাই তৃণমূল এখন রাম নাম করছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে বিনা যুদ্ধে সূচ অগ্র মেদিনীও ছাড়া হবে না বলে এদিন রাহুলবাবু হুশিয়ারি দেন। শ্রী রাহুল সিনহা ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা মাদারিহাটের বিধায়ক শ্রী মনোজ টিগ্গা, বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা প্রমুখ। যদিও আজ রাজ্যপাল ফের আসাসোলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাজ্য সরকার থেকে কোন প্রকার বাধা দেওয়া হয়নি।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)