ফালাকাটার পঞ্চায়েত নির্বাচনের আগেই বাম ফ্রন্টে দল বদলে যোগ দিল তৃনমূল কনগ্রেসে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৭শে মার্চ ২০১৮: ফালাকাটার দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও গ্রাম পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। এই যোগ দিল সভায় উপস্তিত ছিলেন ফালাকাটা বিধান সভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, আলিপুরদুয়ার জেলা পরিষদের নারী ও শিশু কর্মাদক্ষ শ্রীমতী সর্বানি সিনহা, ফালাকাটা গুয়াবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সুভাষ রায় প্রমুখ। ফালাকাটার ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাড় বেলতলীর শ্রী শুকচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি জনসভায় দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীল দাস, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য নারায়ণ দাস সহ শতাধিক কর্মী সমর্থক সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদিলে তাদের হাতে তৃণমূল কংগ্রেসে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটা বিধান সভা কেন্দ্রের বিধায়ক ও তৃণমূল কংগ্রেসে ফালাকাটার ব্লক সভাপতি শ্রী অনিল অধিকারী। সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে সদ্য যোগদিয়ে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সুশীল দাস, দেওগাঁও গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য শ্রী নারায়ণ দাস বলেন, আমরা প্রথম থেকেই বামফ্রন্টে থেকে দেখেছি বিগত ৩৪ বছরের তুলনায় এই কয়েক বছরের তৃণমূল কংগ্রেসে সরকার জনগণের জন্য বেশি কাজ করেছে। এই সরকারের আমলে ফালাকাটা সহ রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে সর্বত্র। এখানে জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)