মেখলীগঞ্জে অভিযোগ, ইন্দিরা আবাস যোজনার ঘরের বন্টন অবৈধ ভাবে করা হচ্ছে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৬শে মার্চ ২০১৮: কুচবিহার জেলার ইন্দিরা আবাস যোজনার ঘরের বন্টন নীতির তীব্র প্রতিবাদে জেলার মেখলিগঞ্জ বি.ডি.ও’র কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় মেখলীগঞ্জ দুনীতি দমন কমিটির পক্ষ থেকে৷ কমিটির মূখ্য আধিকারিক হায়ারউদ্দিন মিয়া জানান “মেখলীগঞ্জের চ্যাংরাবান্দা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য কিছূ আধিকারিক, অবৈধ ভাবে বন্টন করছে ঘর”। তিনি আরও অভিযোগ করেন “যাদের ঘরবাড়ি কাঁচা এবং প্রকৃত গরীব তাদের নাম প্রাপ্য তালিকায় নেই। বেশীরভাগ ধনী ও পাঁকা বাড়িওয়ালা লোকেদের নামেই আসছে এই ঘরগুলি”৷ আজ বি.ডি.ও অফিসে সাংবাদিকদের তিনি জানান “যদি ঘর বন্টনের সঠিক নিয়ম পালন করা না হয় তাহলে অবিলম্বে মেখলীগঞ্জ দুর্নীতি দমন কমিটি এক বৃহত্তর আন্দোলনের নামবে”৷ অন্যদিকে, মেখলীগঞ্জ পঞ্চায়েত সমিতির এক প্রতিনিধি জানান যে নিয়ম মেনেই এই প্রকল্পের কাজ চলছে৷
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)