শাসক বিরোধী রাম মিছিলে, আজ গেরুয়া হল শিলিগুড়ি
হীরক. ডি (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৫শে মার্চ ২০১৮: এ কোন শিলিগুড়ি কে আজ দেখলো শিলিগুড়িবাসীরা! গলি থেকে রাজ পথ সব গেরুয়া সেটা শাসক দল কিংবা বিরোধী যে কেউ হোক না কেন? নগর নিবাসীদের কাছে আজকের দৃশ্য সত্যি অচেনা। সমগ্র রাজ্যের মত এবার শাসক তৃনমূল এবার রাজ্যজুড়ে রামনবমী পালন করেছে। যদিও যে কোন রাজনৈতিক বিশ্লেষকের মতে তৃনমূলের এই নীতি হল বিজেপিকে তাদের চালে মাত দেওয়া। তবে শিলিগুড়িতে এই নীতির ফলে গোটা দিন গেরুয়ায় মোড়া থাকলো শহর। যদি রাম নবমী জনস্রোতের বিচারে এক প্রতিযোগিতা হয় তাহলে জয় অবশ্যই বিজেপি’র ভাগ্যেই জুটল বলা যায়। তৃনমূল তাদের রাম যাত্রা শুরু করল পর্যটন মন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে সবার প্রথম চম্পাসারি থেকে। গেরুয়া বসনে মুখে রাম নাম নিয়ে তৃনমূল কর্মীদের মিছিলে সামিল হতে দেখা যায়।
কমপক্ষে ৬ হাজার কর্মী-সমর্থক দিয়ে এই শোভাযাত্রা সম্পন্ন হয়। এবার ভারত শাসক বিজেপি’র পালা। দুপুরে তাদের রাম অভিজান শুরু হয় শহরে। যথারীতি এত জনস্রোতে থেমে যায় শহর। নিদান পক্ষে ২০ থেকে ৩০ হাজার সমর্থক ও সদস্যদের ভীর ছিল বিজেপির শোভাযাত্রায়। রাম নাম সংকীর্তন, ও ডিজে দিয়ে সারা মিছিল বা শোভাযাত্রা মুখরিত ছিল সব সময়ে। সামনে ছিল দার্জিলিং জেলা বিজেপি নেতৃত্ব। ধর্মীয় পতাকা, গেরুয়া বসন এবং জয় শ্রী রাম ধ্বনি দিতে দেখা যায় হাজার হাজার মিছিলে অংশগ্রহণকারিদের শোভাযাত্রা বিধান রোডে গোষ্ঠ পালের মূর্তির সামনে পৌঁছায় দুপুর আড়াইটা নাগাদ। মিছিলের শুরু তো দেখা গেছিল তবে শেষ ভাগ খুজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ বাহিনিকে মিছিল সামাল দিতে হিমসিম খেতে দেখা যায়। তবে শাসক কিংবা বিরোধী রাম মিছিলে কোনটাতেই কোন গণ্ডগোলের খবর পাওয়া যায় নি।