কুচবিহার জেলার কুচলিবাড়ীতে নাবালক খুন, গ্রেপ্তার এক, চাঞ্চল্য মেখলীগঞ্জে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৫শে মার্চ ২০১৮: গতকাল কুচবিহার জেলার মেখলীগঞ্জের ১০৯ ব্রহ্মোত্তর কুচলিবাড়ি এলাকায় এক ১৩ বছরের নাবালকের খুনের ঘটনায় সীমান্তবর্তী গ্রাম কুচলিবাড়ি সহ গোটা মেখলীগঞ্জে চাঞ্চল্য ছড়ায়৷ মৃত কিশোরের নাম সমর রায়, পিতার নাম সুনীল রায়। পুলিশ প্রাথমিক ভাবে তাপস রায় (২৬) নামে একজন যুবক কে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই নাবালককে, ঠিক কী কারনে, কিভাবে কারা এমন করলো তার জন্য তল্লাশী এবং তদন্তে নামে মেখলীগঞ্জের কুচলিবাড়ি থানার পুলিশ৷ জানা যায়, গত একদিন থেকে নিখোঁজ ছিল ওই বালক। গতকাল গ্রাম থেকে উদ্ধার হয়, ওই নাবালকের দেহ। পুলিশ লাশটিকে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠিয়েছে। পুরো ঘটনায় তদন্তে রয়েছে কুচবিহার জেলার মেখলীগঞ্জ মহকুমার কুচলিবাড়ি থানার পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গেছে – নাবালক খুনের ঘটনায় উত্তপ্ত ওই গ্রাম, পুলিশও রেখেছে কড়া ব্যবস্থা৷