এস.এম.কে.পি ক্রিকেটে ভারতনগরের তরুণ তীর্থ হারাল কলেজপাড়ার বান্ধব সংঘকে
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২৪শে মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত তরাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই ক্রিকেট দল, বান্ধব সংঘ এবং তরুণ তীর্থ দল। প্রথমে টসে জিতে শিলিগুড়ির তরুণ তীর্থ প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ তরুণ তীর্থ ব্যাটিং করে ৪৫ ওভারে সব উইকেটের বিনিময়ে জেতার জন্যে ২২৫ রানের লক্ষ্যমাত্রা রাখে বান্ধব সংঘের সামনে। তরুণ তীর্থ দলের হয়ে উল্ল্যেকযোগ্য ভাল ব্যাটিং করে সৌমায়া (৪৪)। বান্ধব সংঘের এর হয়ে দারুন বল করে ৫টি উইকেট দখল করে রাজদিপ দে। জবাবে ব্যাট করতে নেমে বান্ধব সংঘ দলের ব্যাটসম্যানরা ৩৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান করতে সমর্থ হয়। হাইয়েস্ট রান করে রাজা মৃধা (২৭)। অন্যদিকে তরুণ তীর্থ বোলার মুন্না সরকার, শ্যামল বিশ্বাস এবং চিরঞ্জিত দাস ৩টি করে উইকেট পায়। যথারীতি ম্যাচ ফলাফল তরুণ তীর্থ ৮৬ রানে শিলিগুড়ির বান্ধব সংঘকে হারায়। তরুণ তীর্থের শ্যামল বিশ্বাস কে অল রাউন্ড পারফরম্যান্স এর জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই)