উত্তর দিনাজপুরের করনদিঘিতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৬ জন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই করনদিঘি ২৪শে মার্চ ২০১৮: জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে আহত ৬ জন। আশংকাজনক ৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর জেলার করনদিঘী থানার কাচোন গ্রামে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, কাচোন গ্রামের বাসিন্দা আব্দুল সাক্তার ও মহম্মদ হানিফের সাথে পৌনে এককাটা জমি নিয়ে বিবাদ ছিল বহুদিন থেকে। এই নিয়ে আগেও সালিশি সভা বসেছিল। বৃহস্পতিবার পুনরায় সালিশি সভা বসলে দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। গন্ডগোলে আচমকায় হানিফের লোকেরা ধারালো অস্ত্র নিয়ে আব্দুল সাত্তারের বাড়ির লোকেদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।
গন্ডগোল থামাতে গেলে এলাকার মঞ্জুর হুসেন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। গন্ডগোলে উভয়পক্ষের ছয় জন গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে করনদিঘী গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চার জনের অবস্থা আশংকাজনক হলে তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় আব্দুল সাত্তারের পক্ষ থেকে হানিফের বিরুদ্ধে করনদিঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ। করনদিঘী থানার আইসি পরিমল সাহা বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনা শুনেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)