চোপড়ায় অনুষ্ঠিত হল প্রতিবন্ধীদের শংসাপত্র বিতরন অনুষ্ঠান
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চোপড়া ২৪শে মার্চ ২০১৮: শুক্রবার চোপড়া ব্লক প্রশাসনের উদ্যোগে চোপড়া ব্লকের সকল প্রতিবন্ধীদের সরকারি শংসাপত্র প্রদান করা হল। চোপড়া হাইস্কুল ময়দানে এই অনুষ্ঠান আয়োজন করেন চোপড়া ব্লক সামাজিক কল্যান বিভাগ। এই প্রতিবন্ধীদের শংসাপত্র বিতরন অনুস্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও সুবল বিশ্বাস,বিএমওএইচ অমিত দত্ত,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির আবেদিন সহ অনান্যরা। জানা গেছে,সকল প্রতিবন্ধীদের প্রথমে বিশেষঞ্জ ডাক্তারের দ্বারা পরীক্ষা করার পর শংসাপত্র দেওয়া হয়। এই শংসাপত্র বিতরন অনুষ্ঠানে প্রতিবন্ধীদের ভিড় ছিল চোখে পরার মত। চোপড়া ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, আজকের এই প্রতিবন্ধীদের শংসাপত্র বিতরন অনুষ্ঠানে মোট ১১০০ জন প্রতিবন্ধীকে শংসাপত্র দেওয়া হয়। এছাড়াও প্রচুর সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। চোপড়া পন্চায়েত সমিতির সহ সভাপতি জাকির আবেদিন বলেন, এই শংসাপত্র বিতরন মধ্য দিয়ে প্রতিবন্ধী মানুষদের সরকারী সমস্ত সুযোগ সুবিধা পেতে কোনও রকমের অসুবিধা থাকবে না।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)