প্রশ্ন ফাঁসের কলঙ্কিত প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে ময়নাগুরি বিডিও কে ডেপুটেশন
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২১শে মার্চ ২০১৮: বুধবার ময়নাগুরি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের অপসারনের দাবিতে ভারতীয় জনতা পার্টির ময়নাগুরি শাখার তরফ থেকে ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রেয়সী ঘোষ কে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্রী অনুপ পাল, জেলা সভাপতি শ্রী দেবাশীষ চক্রবর্তী, সাধারন সম্পাদক শ্রী বঙ্কিম রায়, মধ্য মন্ডলের সভাপতি শ্রী সুব্রত কর্মকার সহ অন্যান্যরা।
এদিন বিজেপির তরফ থেকে ময়নাগুরি বিডিওকে সুভাষ নগর হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী হরিদয়াল রায়ের অপসারনের দাবি রাখেন তার সাথে শ্রী হরিদয়াল রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্তের দাবিও রাখেন। এছাড়াও আসন্ন উচ্চমাধ্যমিক পরিক্ষায় হরিদয়াল রায় যাতে কোন দায়িত্বে না থাকেন তারও দাবি জানানো হয়। ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ জানান বিষয়টি যেহেতু মধ্যশিক্ষা পর্ষদে জানানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা তারাই নেবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)