২০১৬ পর ফের বসন্তকালীন অজানা ধোঁয়ায় ঢাকল শহর শিলিগুড়ি
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৮ই মার্চ ২০১৮: বসন্তকালে শিলিগুড়িতে আবার অজানা ধোঁয়ার আবির্ভাব। সন্ধ্যে গড়িয়ে রাত বাড়ার সাথে সাথেই হঠাৎ করে শিলিগুড়ি শহরে হুরমুরিয়ে ঢুকে পরে একরাশ কালো ধোয়া। শহরবাসীর কাছে আতঙ্ক ছড়াতে বেশিক্ষণ সময় নেয়নি। উঠে আসতে শুরু করে বিভিন্ন লাগামছারা অবৈজ্ঞানিক তত্ব। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিভিন্ন রটনা। কেউ বলে ডাম্পিং গ্রাউন্ডে আগুন, কেউ বলে ড্রোন দিয়ে মশার গ্যাস ছড়ানো হচ্ছে, কেউ বলে বৈকণ্ঠপুরের ফরেস্টে দাবানল ইত্যাদি নানা প্রমানহীন তথ্য। যদিও বেশিরভাগটাই অনুমানভিত্তিক।
আরো পড়ুনঃ ঘন ধোঁয়াটে শিলিগুড়িকে ঢাকল সন্ধেবেলায়
শুধু শিলিগুড়ি নয় ধোয়া ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি, দাগাপুর, মাটিগারা, সাহুডাঙ্গি অঞ্চলেও। শ্বাসকষ্ট, চোখ জ্বালা করা ইত্যাদি উপসর্গ দেখা দেওয়াতে আতঙ্ক আরও দ্রুত ছড়ায়। অনেক রাত অবদিও ধোঁয়ার সঠিক উৎস খুজে পায়নি সংশ্লিষ্ট বিভাগ। উল্লেখ্য ঠিক এমনি পরিস্থিতি দেখা গিয়েছিল ২০১৬ সালের ২৯সে ফেব্রুয়ারি মাসে। তখনও সময়টা ছিল সন্ধ্যাবেলা।
ছবিঃ সংবাদ চিত্র