ডুয়ার্সের মোরাঘাট চা বাগানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৫ টি বাড়ি
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১৬ই মার্চ ২০১৮: ডুয়ার্সের মোরাঘাট চা বাগানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল ৫ টি বাড়ি। শুক্রবার গভীর রাতে চা বাগানের নয়া লাইনে হানা দেয় দলছুট একটি দাঁতাল। দাঁতালের আক্রমণে চা শ্রমিক দীপক মাহালী, কালু মাহালী, তারামুনি ভুঁইয়া, চাঁদ ভুঁইয়া, মতিলাল উরাও দের শ্রমিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়। বাগানের চা শ্রমিক নেতা রবি উরাও জানান মোরাঘাট জঙ্গল সন্নিহিত এই চা বাগানে নিয়মিত ভাবেই হাতি হানা দেয়। হাতির হানা মোকাবিলায় বন-দফতরের পক্ষ থেকে তারা কোনোরূপ সহায়তা পান না, ফলে রাত হলেই হাতির হানার আশঙ্কায় ভুগতে থাকেন শ্রমিকেরা।
তিনি বলেন বাগানের শ্রমিকদের আর্থিক অবস্থা অত্যন্ত নিম্নমানের হওয়ায়, হাতির হানায় তাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হলে বন-দফতর কিংবা চা বাগানের থেকে আর্থিক সাহায্য ছাড়া তাদের পক্ষে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করা সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বন-দফতর থেকে ক্ষতিগ্রস্তরা আর্থিক সাহায্য পান না বলেই তিনি জানান। বন-দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্তরা নিয়ম মেনে আবেদন করলে সরকারী নিয়ম অনুসারেই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
ছবিঃ অঙ্কিতা সেন (টি.এন.আই)