ময়নাগুরিতে মাছের বদলে জালে উঠে এলো আস্ত এক কচ্ছপ
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৬ই মার্চ ২০১৮: প্রতিদিনের মত এদিন ও মাছ ধরতে গিয়েছিলেন ময়নাগুরি আনন্দনগর পাড়ার বাসিন্দা সুকুমার হালদার। পেশায় সুকুমার বাবু এলাকার একজন মৎসজীবী। সুকুমার বাবু সকালে জাল নিয়ে মাছধরতে যান আনন্দ নগর পাড়া দিয়ে বয়ে যাওয়া কলা খাওয়া নদীতে। জাল জল থেকে তুলতেই চক্ষু চড়কগাছ আনন্দ বাবুর। এ কি জালে তো মাছ নয়! এটা তো আস্ত একটি কচ্ছপ উঠেছে। খবর ছড়াতে বেশিক্ষন লাগেনি। ধিরে ধিরে উৎসুক জনতার ভির জমতে শুরু করে। সকলেই একবার অন্তত ধরতে চায় জাল থেকে উঠে আসা কচ্ছপটিকে। তবে আনন্দ বাবু দেড়ি করেননি। সোজা খবর দেন বনদপ্তরকে যাতে প্রাণীটিকে শুশ্রূষা করে সঠিক জায়গায় জলে ছেড়ে দিতে পারে বনদপ্তর।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)
Facebook Comments