ফার্স্ট ডিভিশন ক্রিকেটে শিলিগুড়ির দুই ঐতিহ্যপূর্ণ ক্লাবের খেলায় জয় কিশোর সংঘের
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১৬ই মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত তরাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই ঐতিহ্যপূর্ণ ক্লাব, কিশোর সংঘ ক্লাব এবং রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ। প্রথমে টসে জিতে কিশোর সংঘ প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ কিশোর সংঘ দুর্দান্ত ব্যাটিং করে ৪৩ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৩ রান করে। কিশোর সংঘের হয়ে ভাল ব্যাটিং করে মৃন্ময় চক্রবর্তী (৬৪), ধৃতীক মোহন রায় (৩৫) এবং সৌভিক চক্রবর্তী (৩১)।রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের হয়ে ৩টি উইকেট দখল করে কৃষ্ণ রাউত। জবাবে ব্যাট করতে নেমে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের ব্যাটসম্যানরা ২৯.৪ ওভারে সব উইকেটের বিনিময়ে মাত্র ১৪০ রান করতে সমর্থ হয়। শুধু মাত্র উল্লেখযোগ্য রান করে অর্জিত বিশ্বাস ৩২ রান করে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের ব্যাটসম্যানদের মান বাচায়। অন্যদিকে কিশোর সংঘের বোলার রাজা মল্লিক ব্যায়াম শিক্ষা সংঘের ৫টি ব্যাটসম্যানকে আউট করে। যথারীতি ম্যাচ ফলাফল কিশোর সংঘ ৯৩ রানে বিরাট জয় পায়। ম্যাচ সেরা নির্বাচিত হয় কিশোর সংঘের বোলার রাজা মল্লিক।
ছবিঃ আর. সুব্রত (টি.এন.আই), সুত্রঃ কৌশিক ঘোষ (শিলিগুড়ি)