ময়নাগুরিতে অঙ্গনওয়ারি কর্মীদের জন্যে মেয়েদের বয়ঃসন্ধিকাল বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৪ই মার্চ ২০১৮: বুধবার ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের মহিলা মহাসংঘ ভবনে ময়নাগুরি ব্লকের সমস্ত অঙ্গনওয়ারি ওয়ার্কারদের নিয়ে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে সাপ্তাহিক আই.এফ.এ সম্পূরণ কর্মসূচী পালন করা হয়। এই দিনের এই বিশেষ কর্মসূচীতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়নাগুরি ব্লকের স্কুল হেলথ্ মেডিকাল অফিসার ডঃ দেব দাস, ডিস্ট্রিক প্রোগ্রাম সুপারভাইজার জলপাইগুড়ির শ্রী প্রদীপ মন্ডল এবং ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী শ্রেয়সী ঘোষ।
এদিন এই অনুষ্ঠানে যে বিষয়ের উপর প্রশিক্ষন দেওয়া হয় তা হলো, যে সব কিশোরিরা স্কুলে আসেনা অর্থাৎ যাদের বয়স ১০ থেকে ১৯ তাদের শনিবার করে অঙ্গনওয়ারী কেন্দ্রে আয়রন এবং ফোলিক অ্যাসিড খাওয়ানো। এবং ভর্তি পেটে তা খেতে হবে। বয়ঃসন্ধিকাল সপ্তাহে একটি করে নীল আয়রন এবং ফোলিক অ্যাসিড যুক্ত ট্যবলেট খেলে শরীরে লৌহের সঞ্চয়ের স্বাভাবিক মাত্রা বজায় থাকবে সহ নানান বিষয়ে অঙ্গনওয়ারী কর্মীদের প্রশিক্ষন দেওয়া হয়। এই বিশেষ এখানে কর্মসূচী ২দিন ধরে চলবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)