ময়নাগুড়িতে সবলা বাহিনীর লাইফ স্কিল এডুকেশন অ্যান্ড এক্সপোজার ভিজিট
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুড়ি ১৩ই মার্চ ২০১৮: ময়নাগুড়ি আইসিডিএসের উদ্যোগে মঙ্গলবার সবলা বাহিনীর মেয়েদের নিয়ে ময়নাগুড়ি থানাতে একটি শিবিরের আয়োজন করা হয়। কিভাবে এফ.আই.আর করতে হয়, বাল্যবিবাহের খবর পেলে কি করা উচিৎ ইত্যাদি বিষয়ে তাদের সাম্যক ধারণা সঞ্চয় করানো হয় এই শিবিরের মাধ্যমে। ময়নাগুড়ির সিডিপিও শ্রী অজয় কুমার বড়ুয়া বলেন, গত ৫ই মার্চ থেকে ব্লকের বিভিন্ন এলাকায় সবলা বাহিনীর মেয়েদের নিয়ে এই ধরণেন কর্মসূচি পালন করা হচ্ছে।
মেয়েদের নিয়ে যাওয়া হয় ডাকঘর, বিভিন্ন ব্যাংকের শাখায়, বিডিও অফিস, আর.আই. অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস ও ব্লক কণ্যাশ্রী সেলে। এই সমস্ত কাজগুলি সম্পর্কে মেয়েদের ওয়াকিবহাল করানো হয়। এই শিবির চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ব্লকের মোট ৬০০ জন মেয়েকে এই ভাবে ঘুরে ঘুরে বিভিন্ন বিষয়ে অভিঞ্জতা সঞ্চার করানো হচ্ছে। এর ফলে মেয়েরা নিজেরাই এইসব কাজে পারদর্শী হওয়ার পাশাপাশি প্রতিবেশীদের সহায়তা করতে পারবেন। এইসব বিষয়ে মেয়েদের ভীতি কাটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)