ইসলামপুর পুলিশের তৎপরতায় মেয়ের বিয়ের অলঙ্কার টাকা ফিরে পেল বাবা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই মার্চ ২০১৮: ইসলামপুরের বাসিন্দার মেয়ের বিয়ের অলঙ্কার ছিনতাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে পুলিশের জালে বমাল ধৃত দুই দুষ্কৃতী। ইসলামপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত শনিবার ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি অঞ্চলের বেনিপুর গ্রামের বাসিন্দা সামসুল হক তাঁর মেয়ের বিয়ের অলঙ্কার কিনে বাজারে একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে যায়। সেসময় তাদের মোটরবাইকের হ্যান্ডেলে একটি ব্যাগ ঝোলানো ছিল। সেই ব্যাগে বিয়ের কিছু অলংকার ও নগদ ছাব্বিশ হাজার টাকা ছিল। ওষুধ কিনতে দোকানে যেতেই বাইকে রাখা টাকা ও অলংকারের ব্যাগটি নিয়ে দুই দুষ্কৃতী মোটরবাইকে করে পালিয়ে যায়। খবর পেয়ে তল্লাশিতে নেমে পুলিশ সিসি টিভি ফুটেজ থেকে দুই দুষ্কৃতীকে সনাক্ত করে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সেই এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গত সোমবার ভোর রাতে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ছিনতাই হওয়া ২০ হাজার টাকা। সোমবার রাতভর দুষ্কৃতীদের পুলিশি জেরার পর উদ্ধার হয় ছিনতাই হওয়া সামসুল হকের মেয়ের বিয়ের ২১ গ্রাম অলঙ্কার। ধৃতদের নাম বিনয় গোয়ালা ও সত্তু গোয়ালা। দুজনেরই বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার ফাটাপুকুরের ঝাঁঝি পাড়া এলাকায়। ধৃতদের মঙ্গলবার ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশের তৎপরতায় মেয়ের বিয়ের অলঙ্কার ও টাকা ফিরে পেয়ে বেজায় খুশি সামসুল হকের পরিবার। ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী ও এসডিপিও সোমনাথ ঝা বলেন, ছিনতাইয়ের অভিযোগ পাবার পর সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার সহযোগিতায় দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আনা হয়। ধৃতদের জেরা করে ছিনতাই হওয়া অলংকার ও টাকা উদ্ধারের পর আজ ধৃতদের ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)