নস্যশেখ উন্নয়ন মঞ্চের জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান
স্বপন রায় বীর (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১২ই মার্চ ২০১৮: জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন মঞ্চ। উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে পৃথক আইন কলেজ প্রতিষ্ঠিত করা, উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে পৃথক কৃষি কলেজ প্রতিষ্ঠিত করা, এছাড়া মোট দশ দফা দাবিতে এদিন স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ, জলপাইগুড়ি জেলা সভাপতি জাকির হুসেন, জেলা কমিটির সদস্য তালিবুল ইসলাম এছাড়া মালবাজার ব্লক সভাপতি মজিদুল ইসলাম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবির বিষয়টি অবগত করার আর্জি জানানো হয় স্মারকলিপিতে, এছাড়া মঞ্চের কর্নধার গোলাম নবী আজাদ বলেন আমরা মুখ্যমন্ত্রী কে বিষয়টি অবগত করাতে চাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করতে চাই, আমরা নিশ্চিত মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সুবিচার করবেন। জেলা শাসকের দপ্তর স্মারকলিপির প্রাপ্তি স্বীকার করে নেয়।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)