ফালাকাটায় অনুষ্ঠিত হল ফালাকাটা ভেটারেন্স ক্লাবের উত্তরবঙ্গ প্রবীণ অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১১ই মার্চ ২০১৮: ফালাকাটা ভেটারেন্স ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় রবিবার ফালাকাটা টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল ৪র্থ বর্ষ উত্তরবঙ্গ ব্যাপী প্রবীণদের অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের জন্য নার্সারি ছাত্র-ছাত্রীদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। উত্তরবঙ্গ ব্যাপী প্রবীণদের এই অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় স্তরের পুরস্কার প্রাপ্ত প্রবীণ অ্যাথলেটিক্সরা গণ অংশগ্রহন করেন। উক্ত প্রতিযোগিতা দেখার জন্য ক্রীড়ামোদী জনসাধারণ ভিড় চোখে পড়ার মতো ছিল। ফালাকাটা ভেটারেন্স ক্লাবের সম্পাদক শ্রী প্রবীর দে বলেন, এবছর এই ক্রীড়া প্রতিযোগিতা চতুর্থ বর্ষে পড়ল। এখানে প্রবীণ অ্যাথলেটিক্স ও নবীন অ্যাথলেটিক্স একই মাঠে অংশগ্রহণ করেণ। এখানে মেল বন্ধন হল নতুন ও পুরাতনের। যেখানে থাকে না কোন জেনারেশন গ্যাপ, সকলেই সমান, সকলেই যুবক। একসাথে এক মাঠে দাদু নাতির খেলা দেখল ফালাকাটাবাসী। খেলার মাঠে ভালোবাসার ও স্নেহের সথে খেলোয়াঁশস্বরূপ মনোভাব নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হল দাদু ও নাতিদের আলাদা বিভাগে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)