ময়নাগুরির দক্ষিন খাগড়াবাড়িতে একটি বাড়িতে আগুন, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১১ই মার্চ ২০১৮: আজ রবিবার আনুমানিক ৬টা নাগাদ ময়নাগুরি ব্লকের দক্ষিন খাগড়াবাড়ি এলাকার ১৬/১৩৬নং বুথে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হলো শ্রী প্রান গোপাল বিশ্বাস এর বাড়ি। প্রান গোপাল বিশ্বাস মিস্ত্রী কাজের সূত্রে বাইরে থাকেন। বাড়িতে ছিলেন তার স্ত্রী ও ৪ জন শিশু। প্রান গোপালের স্ত্রী শ্রীমতী ভগবতী বিশ্বাস জানান আগুন কি করে লাগলো তা তিনি জানেন না। তিনি জানান একটি ঘড় সম্পূর্ণ ভাবে পুরে গেছে একটি ছাগল মারা গেছে। ঘরে মজুত ছিলো প্রায় ১লক্ষ টাকার কাঠ সেগুলিও আগুনে সম্পূর্ণ পুরে গেছে।
স্থানীয় বাসিন্দা শ্রী দধিকান্ত রায় ডাকুয়া বলেন তিনি সন্ধ্যায় বাড়িতে ছিলেন হঠাৎ আগুন দেখতে পান। প্রান গোপালের পাশেই ওনার বাড়ি। দধিকান্ত বাবু জানান আগুন লাগার পর তিনি ময়নাগুরি ফায়ার ব্রিগেডে খবর দেন। তবে ফায়ার ব্রিগেড আসার আগেই স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে। তবে সব থেকে বড় ব্যপার যে ঘরে আগুন লাগেছিলো তার সাথে লাগানো একটি ঘর ছিলো সেই ঘরে প্রান গোপাল বাবুর ছেলে মেয়ে ছিলো। স্থানীয় লোকজনের তৎপড়তায় সেই ঘরটি বাঁচানো সম্ভব হয়েছে বলে শ্রীমতী ভগবতী বিশ্বাস মনে করেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)