জখম ও অসহায় পশুপাখিদের উদ্ধারকর্তা ময়নাগুরির নন্দ বাবু
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৮ই মার্চ ২০১৮: কিছুদিন আগে ময়নাগুরির আনন্দনগর পাড়া স্টেশন মোড়ে একটা গাড়ির ধাক্কায় গুরুত্বর ভাবে জখম হয় একটি চিল। স্থানীয় লোকজন সেটিকে লক্ষ্য করলে তড়িঘড়ি খবর দেন পরিবেশ একটা প্রেমি সংঘটনের সম্পাদক নন্দু বাবুকে। নন্দু বাবু এসে দেখেন চিলটি খুব গুরুত্বর ভাবে আহত হয়েছে। চিলটির পাখনা ভেঙ্গে গেছে। এরপর নন্দু বাবু চিলটিকে নিয়ে চিকিৎসক ডঃ চঞ্চল গুপ্ত এর সাথে যোগাযোগ করেন। ডঃ চঞ্চল গুপ্ত চিলটির চিকিৎসা শুরু করেন। নন্দু বাবু টি.এন.আইকে জানান বর্তমানে চিলটি ভালো আছে। সে দুবেলা মুরগির মাংস খাচ্ছে।
নন্দু বাবু আরো জানান চিলটি আস্তে আস্তে উড়বারও চেষ্টা করছে হয়তো ২-৩ দিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আনন্দ নগর পাড়ার বাসিন্দারা নন্দু বাবুর এই কাজে যথেষ্ট প্রশংসা করেছেন। এর আগেও নন্দু বাবু বিভিন্ন পশু পাখির জন্য বিভিন্ন ভাবে সমাজ সচেতনতা গড়ে তুলেছিলেন। তিনি বনে বনে পশুপাখি শিকার রুখতে ও বাটুল দিয়ে পাখি শিকার রুখতে তিনি ময়নাগুরির বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের মনে পশুপাখির প্রতি সমাজিক সচেতনতা তৈরি করে চলেছেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)