নারী দিবসে শিলিগুড়ির সাহিত্য পত্রিকা ‘উত্তরাপন’ এর “নহ সামান্যা তুমি” আয়োজিত হল
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৮ই মার্চ ২০১৮: শহরের অন্যন্য জায়গার মত শিলিগুড়ি থেকে প্রকাশিত ‘উত্তরাপন’ সাহিত্য পত্রিকার উদ্যোগে শিলিগুড়ি, আশ্রম পাড়াস্থিত শ্রীমা আবাসনে পালিত হলো নারী দিবসের বিশেষ অনুষ্ঠান “নহ সামান্যা তুমি”। শ্রীমতী আজকের এই অনুষ্ঠানে দেবী গাঙ্গুলি এবং শ্রীমতী সোমা সাহা কে উত্তরাপন এর পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় বিশেষ কৃতিত্বের জন্য। এছারাও শ্রীমতী সুশ্বেতা বসুকেও জানানো হয় বিশেষ সম্মান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী শিল্পী পালিত, শ্রীমতী চম্পা রায় চৌধুরি, শ্রী তপন, শ্রী প্রসেনজিত সরকার প্রমুখ।
কবিতা আবৃতি করেন শ্রীমতী কৃষ্ণা কর, শ্রীমতী পারমিতা চক্রবর্তী, শ্রী ভাস্কর চক্রবর্তী, শ্রীমতী চিত্রা ভৌমিক, শ্রীমতী মধুমিতা পোদ্দার, শ্রী কিশোর বনিক চৌধুরি, শ্রীমতী সঙ্গীতা ঘোষ, শ্রীমতী সীমা চ্যাটার্জি সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তরাপনের সম্পাদক তথা শিলিগুড়ির অতি পরিচিত উপ্সথাপক এবং সংবাদ পাঠক শ্রী দেবাশিষ ভট্টাচার্য মহাশয়। অনুষ্ঠান শেষে শ্রী ভট্টাচার্য মহাশয় প্রত্যেক অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ছবিঃ আর. সুব্রত (টী.এন.আই)