বাগানবাড়ি নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ পালিত হল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৪ঠা মার্চ ২০১৮: বাগানবাড়ি নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ ও বাগানবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাত্সরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শোভা যাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অঙ্কন, আবৃতি, সঙ্গীত, নৃত্য বিভিন অনুষ্ঠান করেন। বিদ্যালয়ের প্রক্তন ছাত্র ছাত্রী ও প্রাক্তন বর্তমান শিক্ষক মন্ডলীরা নাটক পরিবেশন করেন। বিদ্যালয়ের প্রক্তন ছাত্র ছাত্রী ও প্রাক্তন শিক্ষক দেড় সংবর্ধনা দেওয়া হর। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধা বিশ্বাস প্রমুখ। বাগানবাড়ি নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মলয় সরকার ও বাগানবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপিকা রায় বলেন, প্রাথমিক বিদ্যালয়ের এতবড় অনুষ্ঠান এটাই প্রথম। আমরা আনন্দিত কারণ এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তনীদেড় ও গুণীজনদের সংবর্ধনা দিতে পেরেছি। এদের সুপরামর্শে আমরা অনুপ্রাণিত হবো ও ছাত্র ছাত্রীরা সমৃদ্ধ হলো। উৎসব কমিটির পক্ষে শ্রী সুশান্ত সাহা বলেন, “এই অনুষ্ঠান নবীন পুরাতনের মেলবন্ধন”। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মিলন ক্ষেত্রে পরিণত হয়ে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ।