গোয়ালপোখরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৪ঠা মার্চ ২০১৮: গতকাল অর্থাৎ শনিবার সরকারি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, গুলি। আহত বেশ কয়েকজন। তাদের মধ্যে দুজন ছড়রা গুলিতে আহত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুরে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় একটি খাস জলাজমিতে মাছ ধরাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দেহর গ্রামের বাসিন্দারা আজ ওই জলাজমিতে মাছ ধরা শুরু করলে বাঁধা দেয় ফুলবাড়ি গ্রামের বাসিন্দারা। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেইসময় দেহর গ্রামের বাসিন্দা আনোয়ারুল তাঁর লাইসেন্সপ্রাপ্ত ছড়রা বন্দুক দিয়ে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। গুলির আঘাতে ফুলবাড়ি গ্রামের দুই বাসিন্দা মহম্মদ করিম ও মহম্মদ সাদ্দাম গুরুতর জখম হন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত ফুলবাড়ি গ্রামের বাসিন্দা মহম্মদ মুসাইদ বলেন, খাস জলাভূমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। দেহর গ্রামের আনোয়ারুল ছড়রা গুলি চালালে ওরা জখম হয়। গোয়ালপোখরের বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানি বলেন, একটি খাস জলাভূমিতে মাছ ধরাকে কেন্দ্র করে আজকের ঘটনা ঘটেছে। আমি পুলিশকে বলেছি ঘটনার তদন্ত করতে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)