কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে ক্রিকেট কোচিং ক্যাম্প চালু হল
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৬শে ফেব্রুয়ারি ২০১৮: আজ থেকে কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে অনুর্ধ ১৬ ক্রিকেট কোচিং ক্যাম্প চালু করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শ্রী শিবশঙ্কর পাল। প্রাক্তন এই ক্রিকেটার এদিন আক্ষেপের সাথে জানান, কুচবিহারে ভালো প্রশিক্ষক ও উন্নতমানের পরিকাঠামো থাকলে তিনি নিজেকে আরো বেশি মেলে ধরার সুযোগ পেতেন।
আগামী দিনে কুচবিহারের ছেলেমেয়েরা যেন উন্নত প্রশিক্ষনের মধ্য দিয়ে ক্রিকেটে নিজেদের প্রতিভা বিশ্ব দরবারে তুলে ধরতে পারে, মূলত সেই ভাবনা থেকেই এই কোচিং ক্যাম্প চালু করা হলো বলে জানান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল।প্রত্যেক শনি ও রবিবার এই ক্যাম্পে বিনামূল্যে প্রশিক্ষন দেওয়া হবে।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)
Facebook Comments