পঞ্চায়েত নির্বাচন কে মাথায় রেখে ময়নাগুরিতে হল জলপাইগুড়ি জেলা সম্মেলন
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৫শে ফেব্রুয়ারি ২০১৮: রবিবার ময়নাগুরি বলখেলার মাঠে আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সমনে রেখে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিদর্শক তথা রাজ্যের মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস। এ ছারাও এদিনের এই সন্মেলনে জলপাইগুড়ি জেলা সভাপতি শ্রী সৌরভ চক্রবর্তী, জলপাইগুড়ি জেলার সাংসদ, জলপাইগুড়ি জেলা সভাধিপতি, জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, ময়নাগুরির বিধায়ক, বিভিন্ন ব্লকের সভাপতি সহ অন্যান্যরা। এদিন প্রদিপ জ্বালিয়ে সন্মেলনের শুভ সূচনা করেন মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস। মঞ্চে উদ্বোধনি ভাষন দেন ময়নাগুরির ব্লক সভাপতি শ্রী মনোজ রায়, এরপর মঞ্চে ভাষন দিতে গিয়ে শ্রী সৌরভ চক্রবর্তী বলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা বিরোধী শুন্য হবে।তিনি আরো বলেন জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্র ময়নাগুরি আর এই ময়নাগুরি থেকেই তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছিলো। এরপর মঞ্চে আসেন মন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস। তিনি ভাষন দিতে গিয়ে প্রথম থেকেই বিজেপি কে আক্রমন করেন। অরুপ বাবু বলেন শুধু ভাষন শুনলে আর হাত তালি দিলেই হবে না, মানুষের কাছে যেতে হবে মমতা ব্যনার্জীর জনহীতকর কাজগুলি মানুষের মধ্যে তুলে ধরতে হবে। অরুপ বাবু বলেন মদিজি মানুষ কে সর্বশান্ত করছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় এলে কালো টাকা উদ্ধার করবেন, তা তিনি কিছুই করেননি। প্রধানমন্ত্রী আরো বলেছিলেন চা বাগানগুলির সমষ্যা দূর করবেন কিন্তু তা তিনি করেননি। অরুপ বাবু বলেন মোদিজি পরিক্ষায় গোল্লা পেয়েছেন কিন্তু মা মাটি মানুষের সরকার মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করেই চলছেই তাই আসন্ন নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হবেই। জলপাইগুড়ি জেলার ১৯টি জেলাপরিষদ ৪০টি গ্রামপঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে যাবে। তার কারন একটাই, মমতা ব্যনার্জীর কর্মে। তিনি একই সাথে সিপিএমকেও কটাক্ষ করে বলেন বুদ্ধ বাবু শুধু ঠান্ডা ঘরেই বসে ছিলেন। স্কুলের বাচ্চাদের কথা, সাধারন মানুষের কথা একবারো ভাবেননি তাই তারা আজ মানুষের কাজ থেকে দুরে চলে গেছেন। অপর দিকে তিনি কংগেস পার্টিকে কটাক্ষ করে বলেছেন কংগ্রেস দল ভেন্টিলেশনে চলে গেছেন। এদের কোন অস্তিত্বই নেই। এদিনের এই সন্মেলনে সাধারন মানুষের মধ্যে উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এদিন ভাষন শেষে অরুপ বাবু ময়নাগুরি পার্টি অফিসে আসেন ও সাংবাদিকদের সাথে কথা বলেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)