হাটে যাবার পথে ধুপগুড়ীতে গাড়ি উলটে আহত কয়েক ব্যাবসায়ী
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ২৪শে ফেব্রুয়ারি ২০১৮: হাটে যাবার পথে সবজি বোঝাই পিক-আপ ভ্যান উলটে আহত হল কয়েকজন ব্যাবসায়ী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী ব্লকের গিলান্ডি সেতু সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ধুপগুড়ী গ্রামীন হাসপাতালে ভর্তি করে। পরবর্তীদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, দক্ষিন খুট্টিমারি এলাকা থেকে সবজি বোঝাই করে ধুপগুড়ী রেগুলেটেড মার্কেট চত্বরের হাটে যাচ্ছিল কিছু ব্যাবসায়ী। জাতীয় সড়ক দিয়ে যাবার সময় আচমাওকাই চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উলটে যায় সবজি বোঝাই গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানান, “গাড়িটি স্বাভাবিকভাবেই যাচ্ছিল। চাকা ফেটে যাওয়াতেই বিপত্তি ঘটে”। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ধুপগুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে জাতীয় সড়কের যানজট নিয়ন্ত্রন করেন।