স্কর্পিও হাইজ্যাকিংয়ের পর টোটো ছিনতাই, ইসলামপুর জুড়ে গাড়ি চালকদের আতঙ্ক
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুরে স্কর্পিও গাড়ির হাইজ্যাকিং এর ঘটনার রেশ না কাটতেই ফের আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। বৃহস্পতিবারের পর শুক্রবার এক টোটো চালককে মাদক মেশানো সিঙ্গারা খাইয়ে বেহুঁশ করে ব্রিজের তলায় ফেলে দিয়ে টোটো নিয়ে পালালো দুষ্কৃতীরা। শুক্রবার বিকেলে ইসলামপুর থানার সোনাখোদা নতুনবস্তি সংলগ্ন এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে সিভিক ভলান্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছে বেহুঁশ অবস্থায় ওই টোটো চালককে তিস্তা ক্যানেল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে নিয়ে এসে ভর্তি করে ইসলামপুর মহকুমা হাসপাতালে।ওই টোটো চালকের নাম দীনেশ বিশ্বাস। বাড়ি ইসলামপুর থানার শিয়ালতোর এলাকার হাটগাঁও।সে এদিন টোটোতে যাত্রী নিয়ে ইসলামপুর থেকে সোনাখোদা যাচ্ছিল। রাস্তায় যাত্রী সেজে ওঠা দুষ্কৃতীরা সিঙ্গারার সাথে মাদক মিশিয়ে টোটো চালককে খাইয়ে দেয়। এরপর সে বেহুঁশ হয়ে পড়লে তাকে তিস্তা ক্যানেলের ব্রিজের নীচে ফেলে দেয় বলে অভিযোগ। সেখানে দীর্ঘক্ষণ পরে থাকার পর খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে সিভিক ভলান্টিয়াররা। টোটোর পাশাপাশি তার কাছ থেকে খোওয়া গেছে একটি মোবাইল ও কিছু টাকা। অবিলম্বে দুস্কৃতিদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন ইসলামপুরের অন্যান্য টোটো চালকরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)