বানারহাট উচ্চ বিদ্যালয়ে ভাষা দিবস উদযাপন
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ২১শে ফেব্রুয়ারি ২০১৮: নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বানারহাট উচ্চবিদ্যালয়ে বুধবার ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করা হল। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ে ‘ভাষা ভাবনা’ নামক একটি দেওয়াল পত্রিকার ও উদ্বোধন করা হয়। নানা ভাষাভাষীর বিদ্যালয়ে পড়ুয়াদের কবিতা ও ভাষাদিবস সংক্রান্ত লেখা এতে প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলে লেখক ও গবেষক রামঅবতার শর্মা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যান ভট্টাচার্য জানান বহু ভাষাভাষীর ছাত্রছাত্রীদের মধ্যে মনের মেলবন্ধন ঘটাতে এই দেওয়াল পত্রিকা সহায়ক হবে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ধারাবাহিক সাহিত্যচর্চার সুযোগ করে দেবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও পরিচালন সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
ছবিঃ অঙ্কিতা সেন (টী.এন.আই)