সুপার ডিভিশনে চেতন গুরুং এর বোলিংএ (৬-৫-৩-৭) ধরাশায়ী ঐতিহ্যশালী স্বস্তিকা
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ২১শে ফেব্রুয়ারি ২০১৮: আজকের সুপার ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ এবং শিলিগুড়ির ওয়াই.এম.এ ক্লাব। প্রথমে টসে জিতে স্বস্তিকা যুবক সংঘ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শিলিগুড়ির ক্রিকেটের নিজেদের ঐতিহ্যকে শিকেয় তুলে আজ স্বস্তিকা যুবক সংঘ ২৪.২ ওভারে সব উইকেটের বিনিময়ে খুড়িয়ে খুড়িয়ে মাত্র ৭২ রান তোলে। ব্যাটিংএ স্বস্তিকা যুবক সংঘের উল্ল্যেখযোগ্য কেউ রান করতে পারেনি। ওয়াই.এম.এ ক্লাবের চেতন গুরুঙ্গের বোলিং এর সামনে স্বস্তিকা যুবক সংঘের কোন ব্যাটসম্যান দাড়াতেই পারেনি। তবে অন্যদিকে ব্যাটিংএ স্বস্তিকা যুবক সংঘের পথেই চলছিল ওয়াই.এম.এ ক্লাব। তবে শেষে কোন রকমে জয়ের স্বাদ পায় ওয়াই.এম.এ ক্লাব। তারা ২২.৫ ওভারে ৭ উকেটের বিনিময়ে জয়ের রান তুলতে সক্ষম হয়। স্বস্তিকা যুবক সংঘের হয়ে ভালো বল করে অংশুমান চক্রবর্তী। সে ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট দখল করে। ওয়াই.এম.এ ক্লাবে ৩ উকেটে জয়লাভ করে। প্রত্যাশিত ভাবে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ওয়াই.এম.এ ক্লাবের চেতন গুরং। আজ তাঁর বোলিং স্ট্যাটিস্টিকস ৬ ওভার, ৫ মেডেন, ৩ রান আর ৭ উইকেট।